Monday, December 17, 2018

কবিতা দীপঙ্কর মুখোপাধ্যায়




শান্তিনিকেতনে

ভেজা গোলাপের মতো ভোরে
তুমি ছিলে দিগন্তে, উদ্ভাসে
আদিম, নিষ্প্রভ গাছ দুরন্ত শরীরে আলুথালু                                                                
মনে কি পড়ে না সেই বুনোগন্ধ বনবীথিতলে?
কবেকার খেলাধুলো, রভসের আলো
হঠাৎ-ই জড়িয়ে ধরে নিবিড়ে, নিভৃতে
কবিতা লিখি না আমি, মাজাকি অনেক হল নাকি
অনুচ্চ প্রেমের কাছে নতজানু হব না কখনও
শুধু এক অলৌকিক ঘুম এসে ডাকে
কেলাসিত স্বপের ভিতরে কেউ সেল্‌ফি তুলে রাখে
কত কথা বলা হয়ে গেল, সোনা, কত কথা না-বলা এখনও

তোমার ঘরের থেকে যে-পথ গিয়েছে বেঁকে দূরে
সেই দিকে রোদ্দুরের চরাচরে গোপনীয় বলে কিছু নেই
কাকে তুমি আড়াল করেছ? কাকে দিয়েছ শরীর অবেলায়?
ঝরাপাতা বনে বনে পথে পথে তোমাকেই খুঁজে ফেরে আজও
বসন্ত তুমুল হলে নির্জনের কথা ভেবে আকুল হয়েছ?
তুমি বোকা। ছায়ারা হারিয়ে গেছে, সুন্দরের বাকি কিছু নেই
কেবল নিঃসীম শূন্যে প্রবল হাটের কোলাহলে
শান্তিনিকেতনে তুমি...একা!

No comments:

Post a Comment

এক ঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে