Monday, December 17, 2018

কবিতা - পলাশ দে




পূর্বাভাস


অনুসরণ করি দেহ, শ্বাস,
হিমবাতাস লাগে
তুমি সঙ্গে নেই।সংযম ধরে থাকি  সারাক্ষণ
চোখ ফোটে, মাঝি ফুটে ওঠে একতারায়
ছিদ্র ছিদ্র আকাশের বমি
শরীর খারাপ হয়

আঘাত করি নিম্নচাপ,
চাবুকে চাবুকে আদর
ডুবে মরে যাওয়া থেকে
মূকবধির পর্যন্ত  দোটানায়
দেহ ফোটে, ফ্ল্যাটে জল ঢুকে পড়ে

পাথরের মেঝে আর দেয়াল জুড়ে
বৈঠা ঘষে ঘষে
কী যে করে মাঝি কী যে করে যায় 

No comments:

Post a Comment

এক ঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে