Sunday, December 16, 2018

কবিতা পায়েল সেনগুপ্ত



সংলাপ: কিছু সহজ টুকরো



সমস্ত শূন্যতার মধ্যেও 
কোথাও রিনরিন করে
ভালবাসা
হু হু করা প্রান্তরে যখন ছুটে 
আসে হাওয়া
কেউ নেই কেউ নেই কেউ 
কোত্থাও নেই
ফিরে আসো 
মেঘলা বিষাদ মুছে দিতে 
যেমন আসে বৃষ্টি ভাঙা রোদ
এভাবেই থেকে যাও
যতদিন আছি

২ 

পাথরে পাথরে মাটি কেটে 
গেলে
শুকনো রক্তের দাগ ধরে 
এগনো যায় 
অথবা যায় না
আসলে সত্যিকথা বহুদিন
ধরে জানা হয়নি
যতদিন অন্ধের মতো মাটি
আঁকড়ে ছিলাম
জল শুকোবে, ভাবিনি তো! 

৩ 

আকাশের কাছে রোজ একটু 
করে জায়গা চাই
রোজ ফুরোয় লাল মেঝের 
বাড়ি
একফালি অফিস ঘর
বাথরুম
বাগান
ছাদ
একটু একটু করে ছোট হয়ে 
আসে সব রাস্তা-ঘাট
   পৃথিবীর প্রান্তিক উড়ান 
নিমেষে শেষ করে বৃত্ত
অনন্ত ভিক্ষাপাত্র হৃদয়
একটু জায়গা খুঁজি, রাজা হব 
বলে

৪ 

চুপচাপ থেমে গেল আমাদের
ঝিলম নদীর উদ্দাম স্রোত
সমস্ত স্মৃতি জুড়ে শুধু 
নুড়ি বালি কাঁকরের ভাস্কর্য
যদি আরও অনেক 
ভালবাসতে পারতাম
সব পাথর ভেঙে অজস্র 
ঝরনা নামত



আমি গর্জে উঠি
বজ্রগর্ভ মেঘ আর অবাধ 
বিদ্যুৎরেখা
তারপর ঘুমের ভিতর
নিঃশব্দ জলপ্রপাত

No comments:

Post a Comment

এক ঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে