Monday, December 17, 2018

কবিতাগুচ্ছ এলা বোস





সংশয়

এ কোনদিকে সূর্য উঠছে 
বলো তো মা ?
পুবদিক তো এ কক্ষনো না ।
অমন ভুল চোখ নিয়ে 
বসোনাকো পূজায় 
সব আয়োজন হবে পণ্ড ।
ছোটো থেকে দিকশূন্য তুমি ,
তালকানা মানুষ বড়ো ।
চোখ খুলে দেখো আশপাশ
জেগে থাকে শুধু গলার ফাঁস
চেনা ঘরে হয়নি তবু বাস ।
তীর ছুঁয়ে চলে গেছ কত
ডুব দেওয়া হলনা তো
মিছে ভেজে চোখের কোল ?
মিছে বাসো ভালো ?
মুখোশ মিছিলে ডুব দেওয়া তবে
ছিল নাকি ভালো?
ফের টান পড়ে আঁচলের খুঁটে
ফের নিজেই নিজেকে জড়ায় 
এ জীবন মানে খুঁজে যায়
চেতনার অনন্ত অভ্যুত্থানে
তরঙ্গায়িত নিমেষ যাপনে ।।  


অপরিচয়

আরো কিছু আলাপন
ফাঁস হয়ে যেতে পারে
এই ভেবে চলে যাও তুমি হাত ছেড়ে
অনায়াস নির্লিপ্ততায় ।
গোধূলির সমস্ত স্বাদ আহ্লাদ মেখে
নিজের প্রতি গাঢ় ভালোবাসায় 
একটা সিগারেট ধরাও।

শুক্লপক্ষের তৃতীয়ার মতন 
জেগে থাকে চাঁদ ও কলঙ্ক
আর
শহর দুলে ওঠে কোনো
অশনিসংকেতে ।। 


তীরন্দাজ

দেখো, তুমি যে ঝিলমকে
প্রশ্রয় দাও,
সে আমি বেশ বুঝি।
বৃষ্টি এলেই ওদের বাড়ির নীচে
দাঁড়াও এমন,
যেন তোমার ছাতা নেই।
আর সে ও অমনি
হাজার কাজের অছিলায়
নিজেকে মেলে দেয় বারান্দায়।
আর তোমাদের চোখ এড়িয়ে 
একদলা মেঘ 
আমার ছাদে এসে 
শুকনো মুখে তাকিয়ে থাকে।
আমি না দেখার ভান করি।
মুখ ঘুরিয়ে বলি, ছিছি!
অসময়ে রোজ এমন বৃষ্টি
যত্ত অনাসৃষ্টি 
মনে মনে গজরাতে থাকি
ছিষ্টির কাজ পড়ে আছে ...
দ্রুতপায়ে ঘরে ঢুকে যাই
আর সারাদিন তুমি  
অবিরল ভিজে চলো মনের ভিতর
তুমুল বর্ষণে।। 

দেয়াল

ছেদ পড়লে ভাবতে থাকি
কি কি দেওয়া বাকি রয়ে গেল
পাহাড়ের তলদেশে 
গড়িয়ে পড়তে পড়তেও
কুঁজো থেকে ভরে রাখি জল
যদি কোনো ছুতোয় 
বাড়িয়ে ধরা যায় -
চাল ধোয়া জলে মুছেনি দুপুর
যেটুকু ছড় ভেঙ্গে যায়
সেটুকু আশ্রয় কে কবে চায়?
পুরনো চেয়ার দুলে উঠলে বুঝি
হাতলেও পরম বিস্ময়।।

নিথর জীবন

এমনভাবে বেঁচে আছ, যেন
তোমার কোনো মৃত্যু ছিল না।
ঘুম ভেঙ্গে উঠে মাটিতে 
প্রথম পা টা ঠেকিয়ে বলোনি কি
শুধুমাত্র শ্বাসপ্রশ্বাস নেওয়ার মতন নিতান্ত
শারীরিক বেঁচে থাকাও জীবন?
প্রাণের কথা বলতে বলতেই
আরামে দুলছে নিঝুম সকাল
তুমি ভেতরে ভেতরে থেমে গেছ
কিন্তু শরীর বোঝেনি।
তার বুকে উত্তাপ, আর 
সে-ই কিন্তু তোমায় ধাতব  আলোয়
সবার সামনে মেলে ধরে
মুহুর্মুহু বিপর্যস্ত করছে।
কিছুই দেখছ না, তবু
দেখার ভান করছ
কথা না শুনে অবিরল
সায় দিয়ে চলেছ ,
চোখ থেকে মাথার সংযোগ 
ক্রমশ ক্ষীণ হয়ে আসছে...
তবু লোকে বাজারের ফর্দ ধরিয়ে দিচ্ছে।
অসময়ের বৃষ্টি মাথায় নিয়ে তখন
একা অত্যন্ত ব্যক্তিগত একটি
মৃত্যুর মিছিলে হাঁটছ
আর অচেনা মানুষদেরও ভুল করে
বলে ফেলছ হাসিমুখে
" ভালো থাকবেন কিন্তু "।।

No comments:

Post a Comment

এক ঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে